Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সরেজমিন গবেষণা বিভাগ, বারি, দৌলতপুর খুলনার গবেষণা কাজের আওতায় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিভিন্ন প্রকল্পের গবেষণা কার্ষক্রম পরিচালনার মাধ্যমে আজ কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেসব জায়গায় এক ফসল হতো সেখানে এখন দুই, তিন, চার ফসল আবাদ করা হচ্ছে। এ অঞ্চলের ঘেরভেড়ী গুলোতে এখন সারাবছরই কোন না কোন ফসল আবাদ হচ্ছে যা এক সময় পতিত থাকত। বসতবাড়ীতে মহিলারা সারা বছর শাক-সবজিসহ বিভিন্ন ফসল চাষাবাদ করছে। এছাড়াও 

ফসল উৎপাদনে বিভিন্ন প্রযুক্তির উপর ৩০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান;

বিভিন্ন গবেষণা এলাকায় বিভিন্ন ফসলের ওপর ১০ টি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা;

কৃষকদের নিকট ১ টি নতুন জাত ও ১ টি প্রযুক্তি হস্তান্তর করা;

বিভিন্ন গবেষণা এলাকায় বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তির ওপর ২টি মাঠ দিবস আয়োজন করা;

বিভিন্ন ফসলের বিভিন্ন জাতের মান ঘোষিত বীজ ১০০০ কেজি উৎপাদন এবং বিতরণ;

বিভিন্ন সবজি ও ফলের ২০০০ টি চারা বিতরণ;

বহুস্থানিক গবেষণা এলাকায় ১০০০ কেজি জৈব সার উৎপাদন এবং বিতরণ;

বারি উদ্ভাবিত একটি কৃষি যন্ত্রের নমুনা সরবরাহ।