Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জানুয়ারি ২০২4খ্রি: মাসের মাসিক মিটিং
বিস্তারিত

জানুয়ারি/২০২৪ খ্রি. মাসিক মিটিং অদ্য ০৫/০২/২০২৪ খ্রি: তারিখে অত্র কার্যালয়ের সকল কর্মকর্তা ও বৈজ্ঞানিক সহকারীদের উপস্থিতিতে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন রবি ও খরিফ মৌসুমের সরেজমিন গবেষণা বিভাগ ও বিভিন্ন প্রকল্পের প্রোগ্রাম নিয়ে আলোচনা শেষে নিম্ন লিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ঃ

১। সভায় সভাপতি মহোদয় সগবি, চঅজঞঘঊজ, ভাসমান প্রকল্প, উদ্ভিদ প্রজনন বিভাগ, ACIAR, SciTech, SACP, ORC, HRC, EPOC, TCRC, SRC, KGF (Watermelon) সহ অন্যান্য প্রকল্পের ২০২৩-২৪ রবি ও খরিফ মৌসুমে অনুমোদিত গবেষণা কর্মসূচীসমূহ নিয়ে আলোচনা করেন। 

২। উপরে উল্লেখিত প্রকল্পসমূহের কৃষকদের তালিকা করে তাদের কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ফর্ম পূরণ করতে বলা হয়েছে।

৩। যেসব গবেষণা সমূহ স্থাপন করা হয়েছে সে সকল গবেষণার উপাত্ত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং  আলাদা করে খাতা তৈরী করতে বলা হয়েছে।

৪। সভাপতি মহোদয় ২০২৩-২৪ খরিফ মৌসুমের তিল ও মুগের গবেষণার বীজ বিতরন করেন এবং নতুন কৃষক ও জমি নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করেন।


প্রকাশের তারিখ
15/02/2024
আর্কাইভ তারিখ
01/12/2025