বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফলের উন্নত জাতের যারা বিতরণ করা হয়। জাতগুলোর ভিতরে ছিল বারি আম-৪, বারি আম-১১, বারি আম-১৩, বারি পেয়ারা-৪, বারি মাল্টা-১, বারি কাগজি লেবু-১, বারি আমড়া-১, বারি নাড়িকেল-১। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজমিন গবেষণা বিভাগ, বারি, খুলনার অফিস প্রধান জনাব মোঃ কামরুল ইসলাম সহ অত্র কেন্দের বিজ্ঞানীরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস